My thinking are similar to YOU
  কবিতা
 
জীবন কী?

রাস্তার ডাস্টবিনের পাশে পড়ে ছিল আমার স্বপ্নের কঙ্গাল

 
 
 

বহুদিনের ইচ্ছেগুলো আজ বিকলাঙ্গ হয়েগেছে।

 
 
 

মানুষ মেরেছে মানুষকে আর সমাজ মেরেছে মানবতাকে।

 
 
 

আমি মুক্তি চাই এরকম দেশ থেকে যেখানে মানুষকে চেনা হয় ধম দিয়ে।

 
 
 

ধনী গরিবের মুখ দেখতে চাই না,সব মানুষ যেখানে দুমুঠো খেতে পায় না।

 
 
 

আমি মুক্তি চাই এমন সমাজ থেকে যেখানে মানুষ পশুর চেয়ে হিংস্র।

 
 
 

তাই মুক্তি দাও এই বন্ধন থেকে,এই সমাজ থেকে,এই জীবন থেকে।

 
 
 

যে ছেলেটা দুবেলা খেতে পায় না তাকে সুধাও জীবন কী?

 
 
 

যে মেয়েটা বিক্রি হয় রোজ রাতে তাকে সুধাও জীবন কী?

 
 
 

বন্যা বা যুদ্ধে ভেঙে গেছে যার বাড়ি তাকে সুধাও জীবন কী?

 
 
  Today, there have been 1 visitors (1 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free